বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
সিলেট এসে গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চান প্রধানমন্ত্রী!
আবার যখন সিলেটে আসবেন, তখন গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ইচ্ছাই ব্যক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী
বলেছেন, ‘আমি বিভিন্ন সময় সিলেট গেলেও গরুর মাংস দিয়ে সাতকরা খাওয়া হয়নি
কখনো। এজন্য আমার আফসোস আছে। আমি আগামীতে সিলেট গেলে গরুর মাংস দিয়ে সাতকরা
খেতে চাই।’ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটে সুরমা
নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতু উদ্বোধনকালে তার এই ইচ্ছের কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতু উদ্বোধন ও সিলেটের
বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন প্রধানমন্ত্রী। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও
কনফারেন্সের আয়োজন করা হয়। ভিডি কনফারেন্সে দেশের বাইরে থাকা অর্থমন্ত্রীও
বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে পিলার গেড়ে নাটক
করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সেতু নির্মাণসহ সিলেটের যতো
উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ করেছে। আগামীতেও সিলেটের উন্নয়নে আওয়ামী লীগ
সরকার আন্তরিকভাবে কাজ করবে।’ ভিডিও কনফারেন্সে সিলেট থেকে বক্তব্য রাখেন
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এসময় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন
কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ ইমরান আহমদ, মাহমুদ-উস- সামাদ
চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাবেক
সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ প্রশাসনের উর্ধ্বতন
কর্মকর্তারা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন