বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

কাউন্সিলর আজাদ ও এনামের দাপটে উড়ে গেল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড

ব্রুনাই’র মাঠে র্যাকেট- সাটলের যুদ্ধে চমক দেখালেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জাতীয় ব্যাডমিন্টন তারকা এনামুল হক এনাম। সিলেটের এ দুই কৃতি সাটলারের দাপটে ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ধরাশায়ী হয়েছে ইন্দোনেশিয়া ও থাই এয়ার। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলায় দাপুটে জয় নিয়ে আজাদ ও এনাম দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। ব্রুনাইতে আয়োজিত ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে অংশ নেন বাংলাদেশের ৮ সাটলার। এর মধ্যে সিলেটের কাউন্সিলর আজাদ ও এনাম রয়েছেন। তাদের সাথে টুর্নামেন্টে খেলতে যান জাতীয় তারকা রাসেল কবীর সুমন, কামরুজ্জামান রতন, সাদিক, মাসুদ, স্বপন ও সাহেদ। কর্মকর্তা হিসেবে তাদের সাথে রয়েছেন ঢাকার সানোয়ার হোসেন ও সিলেটের মল্লিক ফাইটার্সের স্বত্তাধিকারী মুনিম মল্লিক মুন্না। টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় বুধবার আজাদ-রতন জুটি মুখোমুখি হন ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের সুমিত্র- ইরোসেমিথ জুটির। পঁয়তাল্লিশোর্ধ দ্বৈত ইভেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ২-১ সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন আজাদ-রতন জুটি। আজাদ-রতন জুটি আগামী ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের। অপরদিকে, এনাম-সুমন জুটি মুখোমুখি হন স্বাগতিক ব্রুনাই এয়ারলাইন্সের। ব্রুনাইকে ধরাশায়ী করে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন বাংলাদেশী সাটলাররা। এ জুটি আগামী ম্যাচে এয়ার এশিয়ার মুখোমুখি হবে। অপরদিকে, একক ইভেন্টেও জয় পেয়েছেন সিলেটের এনাম। ২-০ সেটে তিনি পরাজিত করেন থাই এয়ারলাইন্সের আমজি তামাংকে। তার পরবর্তী ম্যাচ খেলতে হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money