শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক ইমরান খানকে বয়কট করছে শাবি ছাত্রলীগের একাংশ। ইমরানকে বয়কট করে
সোমবার দিবাগত রাতে মিছিলও করা হয়েছে। রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান
হলের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র
সহ-সভাপতি আবু সাইদ আকন্দ এবং সাধারণ সম্পাদক ইমরান খান এক হয়ে সাইদ-ইমারান
গ্রুপ পরিচালনা করতেন। কিন্তু সোমবার দিবাগত রাতে সাইদ-ইমরান গ্রুপের নেতা-কর্মীরা শাহপরান হল থেকে মিছিল বের করে। মিছিল থেকে ইমরান খানের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।
এ বিষয়ে আবু সাইদ আকন্দ বলেন, ‘বিভিন্ন সময় ইমরান সংগঠনের আদর্শবিরোধী কর্মকান্ড করেছে। সে বিভিন্ন সময়ে শিক্ষক, বড় ভাই, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেছে। সে সংগঠনের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টায় রত।’
মিছিলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ইমরানকে বয়কট করে মিছিল হয়েছে। তবে সে সংশোধন হলে আমরাই তাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো।’
বিষয়টি জানতে ইমরান খানের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘শোকের মাসে বিভিন্ন বিষয় নিয়েই মিছিল হতে পারে।’ তবে গ্রুপ ভাঙ্গার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

এ বিষয়ে আবু সাইদ আকন্দ বলেন, ‘বিভিন্ন সময় ইমরান সংগঠনের আদর্শবিরোধী কর্মকান্ড করেছে। সে বিভিন্ন সময়ে শিক্ষক, বড় ভাই, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেছে। সে সংগঠনের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টায় রত।’
মিছিলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ইমরানকে বয়কট করে মিছিল হয়েছে। তবে সে সংশোধন হলে আমরাই তাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো।’
বিষয়টি জানতে ইমরান খানের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘শোকের মাসে বিভিন্ন বিষয় নিয়েই মিছিল হতে পারে।’ তবে গ্রুপ ভাঙ্গার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন