ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৪তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইশা সিলেট জেলা ও
মহানগর এর উদ্যোগে নগরীতে র্যালী ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বন্দরবাজার
কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই র্যালী শুরু হয়ে
এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইশা সিলেট মহানগর শাখার সাধারণ
সম্পাদক কে.এম. শিহাব উদ্দিন এর পরিচালনায়
সভাপতির বক্তব্য রাখেন ইশা মহানগর এর সভাপতি
মুহা. মাহমুদুল হাসান।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ চরম সংকটময়
মুহূর্ত বিরাজমান। শিক্ষা প্রতিষ্টানে ভর্তি বানিজ্য, শিক্ষা উপকরনের মূল্য বৃদ্ধি, শিক্ষার
সুষ্ঠু পরিবেশের অভাবসহ শিক্ষাক্ষেত্র নানাবিদ
সমস্যায় জর্জরিত। বক্তারা সরকারকে
শিক্ষাক্ষেত্রে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ
গ্রহনের জন্য আহবান জানান।
তারা বলেন, অন্যথায় ইশা ছাত্র আন্দোলন ছাত্রদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন মুহা. ইমরান
আহমদ, মিজানুর রহমান, মুহা. জসিম উদ্দিন, বদরুল
আলম, এম.এ তাহে মিসবাহ, আব্দুল্লাহ আল মামুন, মুহা.
সাইদুল ইসলাম, আব্দুল মুকিত, মুহাম্মদ হাবিবুল্লাহ
খান, শামসুজ্জামান, মঞ্জুর আহমদ নুমান, নূরুদ্দীন, মুরাদুজ্জামান, মুহা. আলী আজগর, কে.এম শহীদুল
ইসলাম, রমজান আলী, মুহা. রাশিদুল হক চৌধুরী বজলু,
অলিউর রহমান, সাইদুর রহমান, আব্দুল মুক্তাদির
চৌধুরী প্রমূখ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন