শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

বাসা দখল নিয়ে যা বললেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক

সিলেট নগরীর পূর্ব শাপলাবাগে একটি বাসা দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন আহমদের বিরুদ্ধে। গত কয়েকদিন থেকে এ নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে। দলের এক নেতার বিরুদ্ধে বাসা দখলের চেষ্টার অভিযোগ পেয়ে জেলা শাখার সভাপতি শাহরীয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী সাংগঠনিক অবস্থান থেকে ঘটনাটি তদন্ত করেন। এনিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান সামাদ ও রায়হান। পাঠকদের জন্য তাদের বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- ‘বিগত কয়েকদিন থেকে সিলেটের বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সিলেট জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরীসহ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে সদর উপজেলার শাহপরান থানার পূর্ব শাপলাবাগের জনৈক মহিলার বাসা দখলের অভিযোগটি দৃষ্টিগোচর হয়েছে। উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে আমরা জানতে পারি জেলা
ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির উদ্যেশে বাসা দখলের নাটকীয় ঘটনার অবতারণা করা হয়েছে। আমরা আরোও জানতে পারি বাসার কেয়ারটেকার জনৈক মহিলার বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। এই মহিলার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার সম্পর্ক হোসেইন আহমেদ জেনে ফেলার কারনে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বাসা দখলের সাজানো মামলা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগ হোসাইন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক চাঁদাবজির মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী এই ছাত্রনেতাকে মিথ্যা ও সাজানো চাঁদাবাজির মামলায় হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই বাসার কেয়ারটেকার জনৈক মহিলার দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ কর্মকান্ড সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেট জেলা ছাত্রলীগ জনৈক মহিলার এসকল অবৈধ,
অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসী ও ছাত্র সমাজকে সাথে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলেব।’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money