মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

আমার ফ্যান কম, হেটার বেশি : Tamim Iqbal

আমার ক্ষেত্রে যেটা হয়, দুই ম্যাচ পরই পেছনের সবকিছু ভুলে যায় মানুষ। আমাকে বাদ দিতে উঠে-পড়ে লাগে! জানি না কেন এটা হয়। মনে হয়, আমার ফ্যান কম, হেটার বেশি! নইলে দুই ম্যাচ পরপর কেন বাদ দিতে ব্যস্ত হবে সবাই!
প্রত্যাশা বেশি থাকতে পারে। তবে সেটা তো নিজেই তৈরি করেছি। অন্য কেউ করে দেয়নি। তবে দুই ম্যাচ পর পর আমাকে যেভাবে আক্রমণ করা হয়, এর রহস্যটা কী, সেটা আমি নিজেও জানি না। ভীষণ অবাক লাগে। বিষয়টি এমন দাঁড়িয়েছে, সবার জন্য যেখানে দশ ম্যাচ, আমার জন্য দুটো!
একটা সময় খুব কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য। খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বিশেষ করে বিশ্বকাপের সময়। বেশ আবেগপ্রবণ হয়ে পড়তাম মাঝেমধ্যে। এরপর বিশ্বকাপের পর নিয়মিত রান করেছি। পরিসংখ্যানের দিকে যদি তাকান, ওয়ানডের আট বছর ক্যারিয়ারে এ বছরটাই আমার সবচেয়ে ভালো গেছে। এরপরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো ওয়ানডে খারাপ খেলার পর আমাকে বাদ দিতে ব্যস্ত হয়ে পড়ল অনেকে। আসলে এটি নিয়ে ভেবে লাভ নেই। যতদিন খেলব, এসব সমালোচনা নিয়েই খেলতে হবে। এ নিয়ে এখন আর মাথা ঘামাই না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money