শিশু সামিউল আলম রাজন হত্যা মামলাটি মহানগর হাকিম আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।
সোমবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এসব আদেশ দেন।
চাঞ্চল্যকর এ মামলার শুনানির নির্ধারিত দিন সোমবার আদালতে হাজির করা হয় ১০ আসামিকে। মামলার অন্যতম আসামি কামরুল সৌদি আরবে আটক। অন্য দুজন পলাতক।
রাজন হত্যার পরপরই সৌদি আরবে পালিয়ে যায় আসামি কামরুল ইসলাম। তবে তাকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে সৌদি আরব সরকার।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। সেই ভিডিও দেখে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। জনতার সহায়তার একে একে গ্রেফতার করা হয় এ ঘটনায় জড়িতদের। গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দেন মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে উল্লেখিত আসামিদের মধ্যে ১০ জনকে গ্রেফতার ও তিনজনকে পলাতক দেখানো হয়।
পলাতক তিন আসামি কামরুল, তার ভাই শামীম ও পাভেলের বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন