
রোববার সকাল পৌনে ১১টার দিকে আরিফুল হককে কারাগার অ্যাম্বুলেন্সযোগে আনা হয় আদালত চত্বরে। এরপর তাকে হুইল চত্বরে করে নেয়া হয় এজলাসে। এ সময় আদালত চত্বরে ভিড় করেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী। আরিফুল হককে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর নেতা-কর্মীরা মুহুর্মুহূ শ্লোগান দিতে থাকে। নেতা-কর্মীদের উচ্ছ্বসিত ভালোবাসায় এ সময় কাঁদতে দেখা যায় আরিফকে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার শুনানী চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী স্বাস্থ্যগত বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালা। চিকিৎসার্থে তিনি আরিফুল হককে সিলেট, ঢাকা কিংবা দেশের বাইরে কোন হাসপাতালে ভর্তি করতে আদালতের নির্দেশনা কামনা করেন। জবাবে আদালত আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ রিপোর্ট প্রাপ্তির আদালত এ বিষয়ে নির্দেশনা দেবেন বলে তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালা জানিয়েছেন।
এদিকে মামলার শুনানী চলাকালে হঠাৎ বিদ্যুত চলে যায়। এ সময় আকস্মিক অজ্ঞান হয়ে পড়েন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তার মাথায় পানি ঢালা হয় এবং তাকে হালকা বাতাস দেয়া হয়। অবশ্য, কয়েক মিনিট বিদ্যুত চলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন