
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে পরীক্ষাকক্ষে নকল করায় বহিস্কারের সুপারিশ করেছে ওই বিভাগ। ওই শিক্ষার্থীর নাম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভাগের ৩/২ ব্যাচের এএনপি-৩৬৫ কোর্সের পরীক্ষা দিতে যান সাখাওয়াত। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা তাকে নকলসহ ধরেন। সাখাওয়াত হোসেন শাবি শাখা ছাত্রলীগের কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান এ.কে.এম মাযহারুল ইসলাম জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী ৩/২ ব্যাচের একটি কোর্সে পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তপত্র এবং নকল সংযুক্ত করে কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। তারা এখন ব্যাবস্থা নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন ‘নকল করেননি’ এবং ‘এটি ভুল বুঝাবুঝি’ বলে মন্তব্য করেন।
এদিকে সাখাওয়াত হোসেনকে ছাত্রলীগকর্মী স্বীকার করলেও শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলছেন, কারো ব্যক্তিগত খারাপ কাজের দায় ছাত্রলীগ নেবে না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন