মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

জাতিসংঘ থেকে কুলাউড়ার মেয়ে মণির রাজসিক প্রত্যাবর্তণ


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বক্তব্য রেখে দেশে ফিরেছেন মৌলভীবাজারের কুলাউড়ার মেয়ে মণি বেগম। গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টায় যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি। ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে কুলাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে ওইদিন রাত সাড়ে ৮টায় নামেন মণি। এসময় স্টেশনের প্লাটফর্মে মণির সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী, পরিবারের সদস্যসহ এলাকার লোকজনকে সাতে শুভেচ্ছা জানান। মণি ট্রেন থেকে নামলে উচ্ছসিত জনতা তুমুল করতালি ও হর্ষধ্বণিতে মুখরিত হয়ে উঠেন। আনন্দ মিছিল সহকারে মণিকে বাসে করে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাঁর স্কুল সুলতাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অপেক্ষমাণ শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসী মণিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন। রাজসিক গণঅভ্যর্থনা শেষে মায়ের বুকে ফিরেন মণি। মাকে কদমবুসি করার পর আবেগ আপ্লুত স্বরে তিনি বলেন, মা আমি কাউকে কদমবুসি করিনি তোমাকে করবো বলে। কতদিন হলো তোমাকে দেখি না। এদিকে, আগামী ৬ অক্টোবর (আজ মঙ্গলবার) স্কুলের পক্ষ থেকে মণিকে একটি গণসংবর্ধনা দেবার কথা জানান স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে পর্যায়ক্রমে সংবর্ধনা দেবার তথ্য জানা গেছে। প্রসঙ্গত, বাল্যবিবাহ রোধ এবং বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মণি বেগম (১৬)।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money