শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

সিলেট সীমান্তে উদ্ধার হওয়া কে এই রনি

কুমিল্লা থেকে অপহৃত মো. রনি মিয়া (৭) নামের এক শিশুকে সিলেটের গোয়াইনঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট বিজিবি। তবে কে এই রনি ? সে কুমিল্লার তার গ্রামের বাড়ি ঘরের ঠিকানা না বলতে পারায় তাকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ১২৭৪ মেইন সীমান্ত পিলারের কাছে গুচ্ছ গ্রামের মৃত কানু মন্ডলের ছেলে মো. হানিফ মন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রনি মিয়ার বাড়ি কুমিল্লা বলতে পারলেও সে তার পিতা-মাতা ও গ্রামের নাম বলতে পারছে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুক্রবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে রনির সচিত্র খবর প্রকাশিত হয়। বিজিবির সূত্র জানায়, গত জুলাই মাসের শেষের দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে রনি মিয়াকে কুমিল্লা থেকে অপহরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিম পাড়ার মো. মোতালেব মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ও একই গ্রামের আবদুল জলিলের ছেলে সালাউদ্দিন ও ফরিদ উদ্দিনের ছেলে শাহীন শিশুটিকে অপহরণ করে গোয়াইনঘাটে নিয়ে আসে বলে বিজিবির ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money