সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ রোববার থেকে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত-শ্রীলঙ্কা।
শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসডিএফ’র সভাপতি এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
লিখিত বক্তব্যে মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, এ টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে ৬টি দল। এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা এবং বি’ গ্রুপে খেলবে নেপাল, মালদ্বীপ ও আফগানিস্থান। ৯ আগস্ট রোববার বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচ দিয়ে খেলা শুরু হবে আর ১৮ আগস্ট মঙ্গলবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
ডিএফএ সভাপতি জানান, খেলার প্রথম পর্বের প্রবেশ টিকেট ফি ৩০ টাকা ও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ৫০ টাকা রাখা হয়েছে। আগামীকাল ৮ আগস্ট শনিবার জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হবে।
তিনি বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু দক্ষ মাঠকর্মীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগি করে তোলা হয়েছে।’
নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ এবং বঙ্গবন্ধু কাপের পর তৃতীয়বারের মতো সিলেটে আন্তর্জাতিক ফুটবল টূর্নামেন্ট আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা’র প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বিমলেন্দু দে নান্টু, কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, সমর চৌধুরী, মাসুক আহমদ, মাহমুদ হোসেন শাহীন, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ডাঃ আরিফ আহমদ মোমতাজ রিফা, জাবেদ সিরাজ, আতাউর রহমান আতা, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই প্রমুখ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন