শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

পরীক্ষার মাধ্যমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হবে

 
এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত থেকে সরে আসছে
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফলে
প্রতিবারের মত এবারো জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ভর্তি
পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে বলে
দায়িত্বশীল সূত্রে জানা গেছ।
সূত্র জানায়, খুব অল্প সময়ের মধ্যেই
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ
সিদ্ধান্তের কথা
আনুষ্ঠানিকভাবে জানাবে। এনিয়ে
একাধিক
বৈঠকও করেছেন জাতীয়
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্তের ফলে
১ অক্টোবর
ভর্তির প্রক্রিয়া শুরুর তারিখেও
পরিবর্তন
আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত
কলেজসমূহে
অনার্স (সম্মান) কোর্সে ভর্তির
জন্য প্রতি
বছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি
পরীক্ষায় অংশ নেয়। ভালো কলেজে
ভর্তির
জন্য শিক্ষার্থীদের কোচিং করতে
হয়। ভর্তি
নিয়ে বাণিজ্যের অভিযোগ তো
রয়েছেই। এতো
শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা শেষ
করতে অনেক
সময়ও পার হয়ে যায়। তাই ভর্তি
পরীক্ষা
পদ্ধতি উঠিয়ে দেয়ার প্রাথমিক
সিদ্ধান্ত
নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ১৩ জুন
বিশ্ববিদ্যালয়ের
সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে

সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
অধিবেশন শেষে
বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্য
অধ্যাপক ড.
হারুন অর রশিদ জানিয়েছিলেন, এ বছর
থেকে
ভর্তির জন্য আর পরীক্ষা দিতে হবে
না।
ফলাফলের ভিত্তিতেই পরীক্ষা নেয়া
হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে
সমস্যা
তৈরি হয়। সম্প্রতি এইচএসসিতে
অনলাইনে
ভর্তি নিয়ে যে ‘লেজে গোবরে’
অবস্থা
তৈরি
হয়েছিল সেরকম আশঙ্কাও করেছে
অনেকে।
তাই এ সিদ্ধান্ত থেকে আপাতত সরে
আসছে
কর্তৃপক্ষ। ফলে এবছর আর নতুন
নিয়মে ভর্তি
পদ্ধতি কার্যকর হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়
বিশ্ববিদ্যালয়ে র স্নাতকোত্তর
শিক্ষা বিষয়ক
স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড.
মোবাশ্বেরা খানম একটি অনলাইন
গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভর্তি
পরীক্ষা না
রাখার সিদ্ধান্ত থেকে সরে আসছি।
কারণ
এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে
জটিলতা
তৈরি হয়েছে। তাই এ সিদ্ধান্ত
থেকে
আমরা
সরে আসছি। পরীক্ষার মাধ্যমে
এবারও
শিক্ষার্থী ভর্তি করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব
শিগগিরই ভর্তি পরীক্ষার বিষয়ে
আমরা
বৈঠকে বসবো। এরপর
আনুষ্ঠানিকভাবে
পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।’
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সেশন জট
দূর করতে ২৫ মে সোমবার জাতীয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন
অর-
রশিদের সভাপতিত্বে এবং
বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য ড. আসলাম ভূঁইয়া ও
ড. মুনাজ
আহমেদ নূর, কোষাধ্যক্ষ নোমান উর
রশীদ ও
বিভিন্ন বিভাগের ডিন এর
উপস্থিতিতে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক
কাউন্সিলের
৮২তম সভায় এসএসসি ও এইচএসসির
ফলের
ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ
হতে অনার্স
প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত
নেয়া হয়।
উক্ত সভাতে ২০১৫-১৬
শিক্ষাবর্ষেরভর্ তি
কার্যক্রম ৪ মাস এগিয়ে ১
অক্টোবর ও১
ডিসেম্বর ক্লাস শুরুর ঘোষণা ও
দেওয়া হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money