সিলেট
নগরীর মদন মোহন কলেজে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এককর্মী
খুন হয়েছে। নিহত আবদুল আলীম (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার বেলা
আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আলীমের মৃত্যু
সংবাদ নিশ্চিত করেছেন তার বাবা আকলিস মিয়া। আলীমের বাড়ি দক্ষিণ সুরমা
উপজেলার নিজ সিলাম গ্রামে। সে ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের
কর্মী। কলেজ সূত্রে জানা যায়- মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে
একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীমের কথা কাটাকাটি হয়। বুধবার
দুপুর ১২টার দিকে এর জের ধরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ
ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আলীমের বাম হার্ট ছিদ্র হয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময়
কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন। আবদুল আলীমের বাবা আকলিস মিয়া
জানান- ২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। অনেক কষ্ট করে তিনি ছেলেকে
পড়ালেখা করাচ্ছেন। যারা তার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে তাদের ফাঁসি দাবি করেন
তিনি। সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদও ছাত্রলীগ কর্মী আলীমের মৃত্যু
সংবাদ নিশ্চিত করে জানান- পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন