ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে প্রথম বর্ষে ভর্তি-বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘খ’ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি (পরীক্ষা অঙ্কন) ১৭ অক্টোবর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। এ বছর চতুর্থ বিষয়ের নম্বরও যোগ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এবার চতুর্থ বিষয়সহ জিপিএ হিসাব করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ফলাফল খারাপ করায় বিষয়টি বিবেচনা করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে প্রথম বর্ষে ভর্তি-বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘খ’ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি (পরীক্ষা অঙ্কন) ১৭ অক্টোবর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। এ বছর চতুর্থ বিষয়ের নম্বরও যোগ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এবার চতুর্থ বিষয়সহ জিপিএ হিসাব করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ফলাফল খারাপ করায় বিষয়টি বিবেচনা করা হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন