সিলেট নগরীর টিলাগড়ে নিজ দলের কর্মীদের হাতে গুরুতর
আহত হয়েছেন ছাত্রলীগের আরেক কর্মী। আহত ছাত্রলীগ
কর্মীর নাম আলী। পূর্ব বিরোধের জের ধরে তার ওপর হামলা
চালায় ছাত্রলীগ কর্মী আজলা ও তার সহযোগীরা। রবিবার
রাত সোয়া ৮টার দিকে টিলাগড়ে এ ঘটনা ঘটে।
আহত আলীকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে শহরতলীর শাহপরাণ এলাকার বাসিন্দা।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, কয়েকদিন
আগে আলী ও তার সঙ্গীরা শাহপরাণ এলাকায় আজলার ওপর
হামলা চালায়। ঐ ঘটনার জের ধরে রবিবার রাত সোয়া
৮টার দিকে আজলা ও সহযোগীরা আলীকে টিলাগড়ে পেয়ে
ছুুরিকাঘাত করে। আলীর মাথা ও বাম পায়ে ছুরিকাঘাতের ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে
জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাখাওয়াত হোসেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন