বড়লেখা প্রতিনিধি:যাত্রীর ফেলে যাওয়া নগদ অর্থ ১ লক্ষ টাকা ফেরত দিয়ে সততার অনন্য নজির গড়েছেন রায়হান আহমদ বাবু নামের এক সিএনজি অটোরিক্সা চালক। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে ২৭
আগস্ট বিকেলে সাড়ে ৩ ঘটিকায়। জানা গেছে, ২৭ আগস্ট দুপুরে বড়লেখা উপজেলার উত্তর শহাবাজপুর ইউপির ভোগা গ্রামের প্রবাসী ইজ্জাদ আলীল পুত্র নুরুল ইসলাম আল-আরাফা ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখা থেকে নগদ ১ লক্ষ টাকা তুলেন। টাকা তুলার পর তিনি সিএনজি অটোরিক্সা যোগে শাহবাজপুর বাজারে আসেন।অসাবধানতাবশত টাকার ব্যাগটি গাড়িতে পড়ে যায়। তিনি গাড়ি থেকে নেমে বাজারে অবস্থিত নিজের দোকানে আসার পর খেয়াল করেন টাকার ব্যাগটি ফেলে এসেছেন।
তাৎক্ষণিক নুরুল টাকার ব্যাগটি খোঁজার জন্য বের হন। এর
কিছুক্ষণ পর সিএনজি অটোরিক্সা চালক রায়হান আহমদ বাবু
টাকার ব্যাগটি নিয়ে হাজির হন শাহবাজপুর বাজারে অবস্থিত সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের অফিসে। পরে রমিজ উদ্দিন টাকার মালিককে খবর দিয়ে এনে তার হাতে টাকাগুলা তুলে দেন।
অটোরিক্সা চালক রায়হান জানান, গাড়ি থেকে যাত্রী
নামার প্রায় ২০ মিনিট পর আমি একটি ব্যাগ দেখতে পেয়ে
কৌতূহলবশত খুলি এবং টাকাগুলো দেখতে পাই। সিএনজি
অটোরিক্সা চালক রায়হান উদ্দিন বাবু বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িবহর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ
কন্সষ্টেবল জশির আলীর পুত্র।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন