প্রতিবারের ন্যায় এবারও প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ফ্রান্সে বসবাসরত হাজারো প্রবাসীদের উপস্থিতিতে এবং ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার লা কর্ণভ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করা হয়। এ বছর টুর্নামেন্টে ১১টি ফুটবল দল অংশ গ্রহণ করছে। সকাল ১১টায় ১১ দলের কর্মকর্তা ও উপস্থিত দর্শকদের উপস্থিতিতে ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও রেয়াজুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্ভোধন করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অফ কাউন্সিলর হযরত আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি কামরুল হাসান বকুল, সিলেট বিভাগ সমাজ
কল্যান সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সভাপতি শরীফ আল মোমিন, সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া, মেরি দ্যা ক্লিসি সুপার মাখসের চেয়ারম্যান মফিজ আলী, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেইন কয়েছ, সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের ক্রীড়া সম্পাদক এম এম রুমেল, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ উদ্দীন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সহ-সাধারণ সম্পাদক আশারাফুর রহমান, শাহজালাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, বদরুল ইসলাম, জাফর খান নান্নু, হেলাল আহমদ, সাবেক সভাপতি গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক তানভির আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন রশীদ এনাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক জুবের আহমদ মামুন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সামসুল ইসলামসহ সংগঠনের নেতারা। সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এ ইলেভেন ষ্টার একাদশ, কানাইঘাট একাদশ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, রাইজিং ষ্টার, সিলেট একাদশ, বিশ্বনাথ একাদশ, এমএজি ওসমানী স্পোটিং ক্লাব, লা প্লেন একাদশ, সুনামগঞ্জ একাদশ, বাটেরা স্পোটিং ক্লাব, সিলেট রয়েল স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ২য় পর্বের খেলা আগামী রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন