বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

নির্বাচনে জয়ী, অতঃপর বিয়ের ঘোষণা !

দীর্ঘ ৪৫ বছর পর নির্বাচনে বিজয়ী হয়ে বিয়ে
করার ঘোষনা দিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার
বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী
আল হেলাল আহমদ। তিনি ইতি পূর্বে ৪বার ইউনিয়ন
পরিষদের নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে
পারেননি। বার বার নির্বাচনে পরাজিত হয়ে তিনি ঘোষনা
করেছিলেন বিজয়ী না হওয়া পর্যন্ত বিয়ে করবেন
না। ২৫ আগস্ট ঐ ওয়ার্ডের উপ-নির্বাচনে তিনি
অংশ নিয়ে ৬শ' ৬০ ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী
হওয়ার পর পরই ভোট সেন্টারে আগত হাজার হাজার
মানুষের সামনে বিয়ে করার ঘোষনা দেন। জানা যায়, ৯নং বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের
মেম্বার রহমত উল্লার মৃত্যুতে পদটি শূন্য হলে উপ-
নির্বাচনে ঐ ওয়ার্ডের ৩জন প্রার্থী অংশ গ্রহন
করেন। নির্বাচনে আল হেলাল আহমদ ভ্যান গাড়ি
মার্কায় ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাছিতুর রহমান চৌধুরী মরিচ ৪২৩ ভোট ও আব্দুল বারিক টর্চ
লাইট ৩১২ ভোট পান।
বিজয়ী প্রার্থী আল হেলাল আহমদ বলেন, জনগণ
এবার ভোটের মাধ্যমে বিয়ের সম্মতি দিয়েছে।
আমি অচিরেই বিয়ে করবো।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money