আগামী ৩১ আগস্ট সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট যাবে জেদ্দায়। এরপর ৮ ও ৩ সেপ্টেম্বর আরো দুটি হজ ফ্লাইট যাবে সিলেট থেকে। এ তিনটি ফ্লাইটে প্রায় ১২শ হজযাত্রী জেদ্দায় যাবেন।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কমার্শিয়াল অফিসার ও হজ ফ্লাইট তদারক কর্মকতা মো. আকবর আলী হাওলাদার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথম ফ্লাইটে (বোয়িং ৭৭৭) সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাওয়ার জন্য ৪০৯ জন হজযাত্রী টিকেট নিশ্চিত করেছেন।
তবে ফ্লাইটগুলোর উড্ডয়ন সময় এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন