রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

সিলেটে আছে বিশ্ববিদ্যালয়, নেই সাংবাদিকতা বিষয়ে পড়ার সুযোগ

সিলেটে দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয়। সিলেট বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ও ডিগ্রী কোর্স পাঠদানকারী কলেজ রয়েছে প্রায় দু’ডজনের উপরে। পুরো বিভাগে রয়েছে আরোও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। তবে কোথাও নেই সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার সুযোগ।

শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের আওতায় ২৫টি বিভাগ চালু রয়েছে। কিন্তু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি এখনো চালু হয়নি।

সিলেটে ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়; লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এগুলোর কোনোটিতেই ডিপ্লোমা, ডিগ্রী, অনার্স, মাস্টার্স কোনো পর্যায়েই নেই সাংবাদিকতা বিষয় অধ্যায়নের।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠদান সেন্টারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমাজ বিজ্ঞান অনুষদের অনেক বিষয়ের পাঠদান চালু থাকলেও নেই সাংবাদিকতা বিষয়ক কোনো সাবজেক্ট। নেই ডিপ্লোমা করারও কোনো সুযোগ। তবে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে সাংবাদিকতার উপর একটি ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিকতা নিয়ে অধ্যয়নের কোনো সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন আগ্রহী ছাত্র-ছাত্রী, সাংবাদিকরা। নবীণ সাংবাদিকদের একমাত্র বিকল্প মাধ্যম হচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেমন নিউজ নেটওয়ার্ক, এমআরডিআই, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট ইত্যাদি প্রদত্ত কর্মশালা। এসবের মাধ্যমে ও তার কর্মস্থলের অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকেই একজন নবীণ সাংবাদিককে নিতে হয় হাতেখড়ি।

জৈন্তাপুরস্থ ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ বলেন, একটি বিভাগীয় শহরে সাংবাদিকতা নিয়ে পড়ালেখার সুযোগ-সুবিধা না থাকা দু:খজনক। এম.সি. কলেজ, মদন মোহন কলেজসহ এরকম কলেজসমূহে এ বিষয়ে ডিগ্রী, অনার্স, মাস্টার্স কিংবা ডিপ্লোমা সমমানের কোর্স চালু করা গেলে আগ্রহীরা উপকৃত হবেন।

এ ব্যাপারে সিলেটের জেষ্ঠ্য সাংবাদিক লিয়াকত শাহ্ ফরিদী বিশ্ববিদ্যালয়ে চালু করা সময়ের দাবি। অচিরেই এ বিভাগটি চালু করলে আগ্রহীরা এতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money