প্রযুক্তির এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে নিজেরদের অবস্থানের জানান দেয়ার চেষ্টা করছেন সবাই। এ তালিকায় রয়েছেন বিভিন্ন তারকারাও। ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি তাদের নামে আছে ফেসবুক পেজ। আসুন জেনে নিই বাংলাদেশের জনপ্রিয় শীর্ষ ১০ তারকার নাম। ৪ আগস্ট দুপুর ১২টায় ফেসবুক পেজে তাদের ভক্তসংখ্যার ভিত্তিতে তৈরি করা হয়েছে এ তালিকা। তালিকায় চারজনই ক্রিকেটার। তিনজন সঙ্গীতশিল্পী, একজন মডেল ও অভিনেত্রী। আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব।
১০. তালিকার দশম স্থানে রয়েছেন গায়ক আসিফ। ফেসবুকে তার ফ্যানসংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ৮৯ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ৩৬ হাজার ৮৯২ জন।
০৯. তালিকার নবম স্থানে রয়েছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। ফেসবুকে তার ফ্যানসংখ্যা ১৬ লাখ ৮৩ হাজার ৩৭১ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ২৫ হাজার ১৪৭ জন।
০৮. তালিকার অষ্টম স্থানে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। তার ফ্যান ২১ লাখ ৪৪ হাজার ২২৫ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ৩০ হাজার ৭০ জন।
০৭. সপ্তম স্থানে আছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। তার ফ্যান ২৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ৪৭ হাজার ৫৩৩ জন।
০৬. ষষ্ঠ অবস্থানে আছেন গায়ক তাহসান। ফেসবুকে তার ফ্যানসংখ্যা ৩১ লাখ ২১ হাজার ৯৬৫। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ২৫৯ হাজার ৩৭৬ জন।
০৫. তালিকার পঞ্চম স্থানে রয়েছে ক্রিকেট তারকা নাসির হোসাইন। তার ফ্যান ৩৭ লাখ ৫৬ হাজার ৯২৮ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে ৬৬ হাজার ৬১০ জন।
০৪. তালিকার চার নম্বরে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। তার ফ্যান ৩৭ লাখ ৫৭ হাজার ১৮৭ জন। গত সপ্তাহে তার ফ্যান বেড়েছে এক লাখ ২৪ হাজার ২১৯ জন।
০৩. তৃতীয় অবস্থানে আছেন সঙ্গীত তারকা পড়শী। তার ফ্যান ৪৩ লাখ ৭১ হাজার ৭০৪ জন। গত সপ্তাহে ফ্যান বেড়েছে ৫২ হাজার ১৩৮ জন।
০২. জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে আছেন আরেক ক্রিকেট তার মুশফিকুর রহিম। তার ফ্যানসংখ্যা ৫১ লাখ ৮৭ হাজার ৮২। গত সপ্তাহে তার ফেসবুক ফ্যান বেড়েছে এক লাখ ৬৯৪জন।
০১. তালিকার শীর্ষে আছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তার ফ্যান ৬৪ লাখ ৭১ হাজার ৫১২ জন। গত সাাত দিনে তার ফ্যান বেড়েছে ৯৯ হাজার ৪৯৫ জন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন