‘ন্যায় বিচার চাই’- কাগজে একথা লিখে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের সামনে দাঁড়িয়ে আছেন এক যুবক।
রোববার সকাল ৯টা থেকে গণভবনের প্রধান ফটকের উত্তর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই যুবককে। গায়ে সাদা রঙের শার্ট, কালো প্যান্ট ও পায়ে চটি; কাঁধে একটি ব্যাগও রয়েছে তার। তার নাম আবুল কালাম আজাদ। বাড়ি নারায়াণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায়।
আজাদ বলেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের দরিদ্র কিছু মানুষের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছেন। তার প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা আক্রমণ ও হুমকির শিকার।
গণভবনের সামনে কেন- জানতে চাইলে বলেন, “আমি গরিব মানুষ। আমাদের কথা কেউ শোনে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছে দিতে চাই। তিনি যদি চান, তাহলে আমিসহ গ্রামের গরিব মানুষরা উপকৃত হব।”
কতদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন- জানতে চাইলে আজাদ বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) যতদিন শুনবেন না, এভাবে দাঁড়িয়ে থাকব। প্রয়োজনে এখানে অনশন করব।”
গতকাল এই সংবাদটি প্রকাশ করা হয় অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪-এ।
গতকাল গণভবনের পশ্চিম পাশের ফটকের উত্তর পাশে শ’ খানেক গজ দূরে তিন ঘণ্টা অবস্থানের পর তিনি ফিরে যান। আজাদ বলেন, পুলিশ তাকে সরে যেতে বলেছিল বলে তিনি চলে আসেন।
এরপর রাতে পঞ্চমী ঘাট এলাকায় বাড়িতে র্যাব সদস্যরা অভিযান চালায়। তিনি বলেন, - রাতে হঠাৎ র্যাব আমাদের বাড়িতে হানা দেয়। তারা আমাকে বেদম মারধর করে। আমার ভাই ও চাচাকে তারা ধরে নিয়ে যায়। পরে চাচাকে ছেড়ে দিলেও চাচাত ভাই সোহেলকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানান আজাদ।
তবে র্যাব নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছে, সোহেল নামে ওই যুবককে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক বলেন, “যাকে ধরা হয়েছে, সে ইয়াবা ব্যবসায়ী।ওই যুবকের পকেট সার্চ করে ইয়াবা পেয়েছে আমার টিম। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ইয়াবা পাওয়া গেছে। তার বাড়িতে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের উপস্থিতিতেই অভিযান চালানো হয়েছে।”
১০০টি ইয়াবা পাওয়ার পর সোহেলকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এই অভিযানের সঙ্গে আজাদের গণভবনের সামনে অবস্থানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন এই র্যাব কর্মকর্তা।
তবে আজাদ মনে করেন, র্যাবের এই অভিযানের পেছনে তার প্রতিবাদী ভূমিকাই কারণ। (তথ্যসূত্র: বিডিনিউজ২৪)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন