বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

জাতীয় শোক দিবস পালনে সিলেট জেলা ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক গ্রহীত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ই আগস্ট এর প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট এ নিহতদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন, ১৫ই আগস্ট সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, ১৫ই আগস্ট বিকেল ৩টায় জেলা ও মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় যোগদান, ১৬ই আগস্ট বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল, ১৭ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ কর্তৃক সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পন, বাদ মাগরিব কোর্ট পয়েন্টে ২১শে আগস্ট এর ভয়াবহ গ্রেনেড হামলার ভিডিওচিত্র প্রদর্শন।সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় শোকের মাস আগস্টের উপরোক্ত কর্মসূচিগুলো গৃহিত হয়। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, রাশিদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, হোসেইন আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু ও মুহিবুর রহমান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money