মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

ইতিহাস গড়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। তবে পেনাল্টি ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

এতে বাংলাদেশ তাদের প্রথম চারটি শট জালে জড়ায়। বিপরীতে ভারতের প্রথম দুটি শট জালে জড়ালেও পরের দুটি ব্যর্থ হয়।

প্রথম শট থেকে গোল করেন বাংলাদেশের ফাহিম মোর্শেদ। ভারতের সৌরভও প্রথম শট থেকে গোল পান। দ্বিতীয় শটে বাংলাদেশের গোলটি করেন জাহাঙ্গীর আলম সজীব, আর ভারতের মোহাম্মদ রাকিব। তবে তৃতীয় শটে বাংলাদেশের আতিকুজ্জামান আতিক গোল পেলেও ব্যর্থ হন ভারতের অভিজিৎ সরকার। তার নেওয়া শটটি ডান পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের চতুর্থ শটে নেওয়া সাদ উদ্দিনও গোল করেন। ভারতের সাকলাইনের নেওয়া গড়ানো শট ডান দিকে ঝাপিয়ে ফয়সাল ঠেকিয়ে দিতেই শিরোপা ‍উৎসবে মাতে খেলোয়াড়-কর্মকর্তা-দর্শকরা।

মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার নিপু। আর ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাওন।
শুরু থেকেই বাংলাদেশ একের পর এক আক্রমণ করতে থাকে। তবে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।
৪৭ মিনিটে ফাহিম মোরশেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ভারতের ডি বক্সের মধ্যে থাকা ফাহিম গড়ানো শটে গোল করেন।

footballbতবে সমতায় ফিরতে বেশী সময় নেয়নি ভারত। ম্যাচের ৬৩ মিনিটে ভারতের খেলোয়াড় অময় অভিনাসের দূরপাল্লার জোড়ালো শটে সমতায় ফেরে দলটি (১-১)।

গোল পেতে মরিয়া বাংলাদেশ আক্রমণের ধার আরো বৃদ্ধি করে। একটি সমন্বিত আক্রমণ থেকে ৭৯ মিনিটে দারুণ সুযোগ মিস করেন ফাহিম। গোলবারের সামনে অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়েও তা বারের পাশ দিয়ে মারেন তিনি।

এরপর ৮৩ মিনিটে ডি-বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। তবে সেটিকে গোলে পরিণত করতে পারেনি টাইগাররা। ৮৬ মিনিটে আরো একটি ভালো সুযোগ এসেছিল। কিন্তু খলিল ভূইয়ার শটটি বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

এরপর খেলার শেষ মুহূর্তে আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারত। মিনিট খানিক সময়ে দুবার গোলে শট নেয় বাংলাদেশ। খলিল ভূইয়ার উড়ন্ত বলে বদলি রনির হেড লুফে নেয় ভারতের গোলরক্ষক। কিছুক্ষণ পরেই রনির আরেকটি শট ডিফেন্ডাররা রুখে দেন।

নির্ধারিত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money