সোমবার, ১০ আগস্ট, ২০১৫

Frequently Asked Question About Medical & Dental College Admission Test

Q. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে SSC এবং HSC তে মোট কত পয়েন্ট লাগবে?
A. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে দুইটাতে মোট কমপক্ষে ৮.০০ পয়েন্ট লাগবে, তবে কোন পরীক্ষায় এককভাবে ৩.৫০ এর কম না।
Q. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে জীববিজ্ঞানে কত পয়েন্ট লাগবে?
A. কমপক্ষে ৩.৫০।
Q. জীববিজ্ঞান যদি চতুর্থ বিষয় হয়, তবে কি পরীক্ষা দেয়া যাবে?
A. অবশ্যই যাবে।
Q. এস এস সি / দাখিলে যদি জীববিজ্ঞান না থাকে তবে কি পরীক্ষা দিতে পারব?
A. জীববিজ্ঞান না থাকলেও পরীক্ষা দিতে পারবে।
Q. ভর্তি পরীক্ষায় গোল্ডেল A+ এবং সাধারণ A+ এর মধ্যে মার্কের কি কোন পার্থক্য আছে?
A. না, উভয়েরই মার্ক ১০০।
Q. ভর্তি পরীক্ষায় SSC এবং HSC এর রেজাল্টের উপর মোট মার্ক কত?
A. মোট ১০০ ( ssc*8 + hsc*12= 100)
Q. ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কতটা প্রশ্ন আসে?
A. জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান-১০।
Q. SSC এবং HSC পরীক্ষার মাঝে যদি গ্যাপ থাকে তবে কি পরীক্ষা দিতে পারব?
A. যদি এক বছর গ্যাপ থাকে তবে পরীক্ষা দেয়া যাবে। বেশী হলে পরীক্ষা দেয়া যাবে না।
Q. ডেন্টালে কি আলাদা পরীক্ষা হয়?
A. না, মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা এক সাথেই হয়।
Q. ভাইয়া, আমি অনেক ভাল পরীক্ষা দিয়েছিলাম গোল্ডেন A+ আশা করেছিলাম, কিন্তু অল্পের জন্য A+ ও মিস করেছি। এখন কি ভাল মেডিকেলে চান্স পাওয়া সম্ভব?
A. এক্ষেত্রে কিন্তু তোমার মার্ক খুব বেশী কম না, আরেকটু চেষ্টা করলেই মার্কের এ গ্যাপ অতিক্রম করে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। A+ না পেয়েও প্রতিবছর বেশকিছু পরীক্ষার্থী ঢাকা মেডিকেলে চান্স পায়।
Q. ভাইয়া, কত মার্ক পেলে ডিএমসি তে চান্স পাওয়া যাবে?
A. মার্ক নির্ভর করে ভর্তি পরীক্ষার প্রশ্নের মানের উপর। নিচের ছবিটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে।

লিখেছেন -
রোকন শাহ্
ঢাকা মেডিকেল কলেজ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money