বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

সিলেটে সবজির দামে আগুন!



অস্তির অবস্থা বিরাজ করছে সিলেটের সবজি বাজারে। কয়েকদিন থেকে সবজির দাম বেড়েই চলছে। এতে সাধারণ মানুষ চাহিদামত সবজি ক্রয় করতে পারছেন না। এক সপ্তাহে সবজিতে কেজি প্রতি দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত ১ সপ্তাহ আগে যে সবজির দাম ছিল ২০ টাকা বুধবার তা বেড়ে দাড়িয়েছে ২৫-৩০ টাকায়। সিলেটের বন্দরবাজারসহ আশপাশের সবজি বাজারের এমন চিত্র দেখা য়ায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজি উৎপাদন ব্যহত হচ্ছে। এ জন্য সিলেটে সবজি চাহিদার তুলনায় কম আসায় সবজির দাম কমছে না বরং দিন দিন বেড়েই যাচ্ছে।

বন্দরবাজারে সবজি কিনতে আসা কাজীটুলার আবুল হাসান বলেন, সবজি বাজারে এসে রীতিমত হিমশিম খেতে হয়। কয়েকদিন আগেও ১০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভর্তি করে নেওয়া যেত। এখন ১০০ টায় মাত্র ২ কেজি সবজি পাওয়া যায়।

বুধবার নগরীর বন্দরবাজারে দেখা যায়, করলা প্রতিকেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ভেণ্ডি ৫০ টাকা টাকা, কাকরুল ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বটবটি ৭৫ টাকা, পটল ৪০ টাকা, লতি ৪০ টাকা, শিম ১৪০ টাকা, লাল লম্বা বেগুন ৪০ টাকা, সবুজ গোলা বেগুন ৪৫ টাকা, শশা ৩৫ টাকা, গাজর ৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, ফুলকপি ১৫০টাকা, টমেটো ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে করলা প্রতিকেজি ৫৫ টাকায় বিক্রি হয়েছিল। ভেণ্ডি ৪০ টাকা, কাকরুল ৪৫ টাকা, ঝিঙা ৫০ টাকা, বটবটি ৫৫ টাকা, পটল ৪০ টাকা, লতি ৩৫ টাকা, শিম ১২০ টাকা, লাল লম্বা বেগুন ৩০ টাকা, সবুজ গোলা বেগুন ৪০ টাকা, শশা ২৫ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ফুলকপি ১৪০ টাকা, টমেটো ৫৫ টাকায় বিক্রি হয়েছিল।

সিলেট নগরীর বন্দরবাজার লালবাজারের সবজি ব্যবসায়ী রফিক আহমদ জানান, বেশি দামে কিনে সামান্য লাভ ধরে বিক্রি করা হয়। পাইকারি বাজারে সবজির দর বেড়েছে তাই খচরা বাজারে দাম একটু বেশি। বাজারে চাহিদার তুলনায় পণ্য কম ও বেশি দামে সবজি কিনার ফলে বাজারে গত সপ্তাহের তুলনায় বর্তমানে প্রায় প্রতিটি সবজির মুল্য ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে বন্দরবাজারের সবজি ব্যবসায়ী সেলিম আহমদ জানান, বৃষ্টির কারণে সারাদেশের নিম্নঅঞ্চল প্লাবিত হওয়ায় অনেক সবজি ক্ষেত তলিয়ে গেছে। তাই কাচামাল কম থাকা এবং সিলেটে কাঁচামাল সময় মতো আসতে না পারাও সবজির দাম বাড়ার কারন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money