ব্র“নাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেননি সিলেটের কৃতি সাটলার সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জাতীয় তারকা এনামুল হক এনাম।
দ্বিতীয় রানার আপের পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে। খেলা শেষে সোমবার তারা দেশে ফিরেছেন। আজাদ ও এনাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।
সিলেটের এ দুই কৃতি খেলোয়াড় ছাড়াও বিমানের পক্ষে টুর্নামেন্টে আরও ৬ বাংলাদেশী সাটলার অংশ নিয়েছিলেন। বিমানের কর্মকর্তা হিসেবে দলের সাথে ছিলেন সিলেটের মল্লিক ফাইটার্সের স্বত্তাধিকারী মুনিম মল্লিক মুন্না।
পঁয়তাল্লিশোর্ধ গ্র“পের সেমিফাইনালে কাউন্সিলর আজাদ সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুজ্জামান রতনকে সাথে নিয়ে মাঠে নামেন শক্তিশালী থাই এয়ারলাইন্সের বিপক্ষে।
কিন্তু সাবেক চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে আসা আজাদ-রতন জুটির জয়রথ থামিয়ে দেয় থাই সাটলাররা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত হেরে যান আজাদ-রতন জুটি। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রানারআপ হন আজাদ-রতন।
এদিকে, একক ও দ্বৈত উভয় গ্র“পে সেমিফাইনালের দেয়াল টপকাতে পারেননি জাতীয় তারকা এনাম। এককে তিনি ইন্দোনেশিয়া ও দ্বৈতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ধরাশায়ী হয়ে যান তিনি।
দ্বৈত খেলায় তার সাথে জুটিবদ্ধ ছিলেন বাংলাদেশের সাবেক ব্যাডমিন্টন তারকা রাসেল কবীর সুমন। এককে এনাম ও দ্বৈতে এনাম-সুমন জুটিও দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন