মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

রাজন হত্যা মামলা: পলাতক কামরুল, শামীমের মালামাল ক্রোক


শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলাম ও তার সহোদর শামীম আলমের মালামাল ক্রোক করেছে জালালাবাদ থানা পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে তিনটায় পুলিশ তাদের শেখেরপাড়াস্থ গ্রামের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরণের মালামাল জব্দ করে। এর মধ্যে রয়েছে সোফা, খাট, তাদের ব্যবহৃত তেপ-তোষক বিভিন্ন ধরণের আসবাবপত্রসহ ব্যবহার্য বিভিন্ন ধরণের জিনিসপত্র। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিম পলাতক কামরুল, শামীম ও পাভেল ইসলামের মালামাল ক্রোকের নির্দেশ দেন। ওসি জানান, আদালতের নির্দেশে এ দুজনের বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। পলাতক আসামী পাভেলের বাড়ির মালামাল ক্রোকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
গত ৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money