শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

এম. সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ শনিবার সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম. সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি মৌলভীবাজার থেকে ঢাকায় আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এম. সাইফুর রহমান ১৯৭৭ সালে জিয়াউর রহমানের বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাজনীতিতে আসেন। পরে বিএনপিতে যোগ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জিয়াউর রহমানের আমলে ও পরে রাষ্ট্রপতি সাত্তারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুর রহমান। ’৯১ সালে বিএনপি আমলে টেকনোক্র্যেটে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালেও জোট সরকারে আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ।

সাইফুর রহমান চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ১২ বার জাতীয় বাজেট পেশ করেন।
সাইফুর রহমানের পারিবারিক সূত্র জানায়, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার এম সাইফুর রহমানের ডাক নাম ছিল বসু মিয়া। মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে তিনি ১৯৩২ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রহমান ও মা তালেবুন নেছার তিন ছেলের মধ্যে সাইফুর রহমান ছিলেন সবার বড়।

১৯৪৯ সালে মেট্রিকুলেশন ও ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজ্যুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৫৯ সালে ইংল্যান্ড থেকে চাটার্ড একাউন্টেন্ট ডিগ্রি অর্জন করেন। সাইফুর রহমান ব্যক্তি জীবনে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
ভাষা আন্দোলনে অনন্য ভূমিকার জন্য ২০০৫ সালে তিনি একুশে পদক লাভ করেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money