মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

সিলেট নগরীতে হকার উচ্ছেদে ত্রিপক্ষীয় অ্যাকশন কবে?

সিলেট নগরীর বেশিরভাগ রাস্তাই সরু। এর মাঝে গুরুত্বপূর্ণ বেশির ভাগ রাস্তার ফুটপাতসহ মূল রাস্তার দু’পাশের অংশগুলোও চলে গেছে ফুটপাতের অবৈধ ব্যবসায়ীদের দখলে। মানুষের পায়ে হাটার স্থান তো খালি নেইই, তার মাঝে আবার মূল রাস্তার অর্ধেকও হকারদের দখলে। জরুরি কাজে কিংবা নিত্যদিনের কাজে লোকজন রাস্তায় বেরুলে তাদের ভোগান্তির অন্ত থাকে না। তাদের সময় যেনো পড়ে থাকে যানজটে বেড়াজালে। যানজট কমাতে ও ফুটপাত হকারমুক্ত করতে আগস্টের মাঝামাঝিতে ত্রিপক্ষীয় পদক্ষেপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেড়মাস হয়ে গেলেও তিন বিভাগের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য কোটি টাকা গচ্ছা দেওয়া রিকশা লেনও উঠিয়ে নিয়েছে করপোরেশন। যানজট কমানোর অজুহাতে তোলে নেওয়া হয় এটি। ১৫ আগস্ট এটি তোলার কাজ চলাকালিন সময়ে করপোরেশনের দায়িত্বশীলরা সিলেটভিউ২৪ডটকমকে বলেছিলেন, যানজট মেটানো ও ফুটপাতের হকার উচ্ছেদের লক্ষ্যে শিগগিরই ত্রিপক্ষীয় কার্যক্রম পরিচালনা করা হবে। তিন পক্ষের যৌথ কাজের মাধ্যমে পরিচালিত হবে সিলেটের সড়কগুলোর ফুটপাত দখলমুক্তকরণ কাজ। পাশপাশি যানজট কমানোর জন্য তিনটি পক্ষের যৌথ উদ্যোগে পরিচালনা করা হবে কর্মকান্ড।

এই তিনপক্ষের মধ্যে আছে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন এবং সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তাদের সমন্বিত সিদ্ধান্তেই তুলে নেওয়া হয়েছিল রিকশা লেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ক বিভাগীয় ও জেলা কমিটির সাম্প্রতিক বৈঠকে লেন ওটানোর সিদ্ধান্ত হয়।

তখন তিনি ত্রিপক্ষীয় উদ্যোগের কথা জানিয়েছিলেন। বলেছিলেন সিলেটের যানজট সমস্যা নিরসন ও ফুটপাতের অবৈধ দখল মুক্ত করতে শিগগিরই সিলেট সিটি করপোরেশন, সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন এবং এসএমপির উদ্যোগে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

তখন আইনশৃঙ্খলা কমিটির বৈঠকসমূহে সিলেট নগরীর ভিতরে দখলকৃত ফুটপাত মূক্ত করা ও সিলেটের যানজট নিরসনে ত্রিপক্ষীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন বলা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যেই এই কাজ শুরু করা হবে। কিন্তু দেড়মাস অতিবাহিত হওয়ার পরও তিনপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে ত্রিপক্ষীয় অ্যাকশন কবে শুরু হবে?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money